সেবা দিয়ে প্রাণ গেল চি‌কিৎসকের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনায় ‌বিক্ষোভ সমাবেশ করে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)

খুলনায় ‌বিক্ষোভ সমাবেশ করে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)

খুলনায় ‌চি‌কিৎসককে পিটিয়ে হত‌্যার প্রতিবাদে, হত‌্যাকারীদের শাস্তি ও পেশাগত নিরাপত্তার দা‌বিতে বিক্ষোভ সমাবেশ করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।

বুধবার (১৭ জুন) দুপুরে খুলনা মহানগরীর সাতরাস্তার মোড়ে এ সমাবেশ হয়।

বিজ্ঞাপন

সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজের সঞ্চালনায় সমাবেশে খুলনার চি‌কিৎসকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গত মঙ্গলবার (১৬ জুন) রাইসা ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা বেধড়ক মারপিট করে ক্লিনিক মালিক ডা. রাকিবকে। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। চিকিৎসা সেবা দিয়ে প্রাণ গেল চিকিৎসকের। সেবা দেবার পরও রাষ্ট্র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসক নেতারা। হত‌্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা‌বির সঙ্গে চি‌কিৎসকদের নিরাপত্তা নি‌শ্চিতের দা‌বি করা হয় সমাবেশ থেক‌ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: রোগী মৃত‌্যুর অ‌ভিযোগে স্বজনদের প্রহারে চি‌কিৎসক নিহত