দশমিনায় ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তুলে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক জনগণ।
বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আলিপুর ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।
এর আগে বিক্ষোভকারীরা দশমিনা উপজেলা পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে নিযুক্ত তদন্ত কর্মকর্তার কাছে দুর্নীতির সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন।
বিক্ষোভ মিছিলে ভিজিডির চাল বঞ্চিত কয়েকশ’ নারী ছাড়াও আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী অংশ নেন।
সম্প্রতি আলীপুরা ইউপি চেয়ারম্যান বাদশার বিরুদ্ধে ৬১৫ জন সুফলভোগীর ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের চাল আত্মসাতের অভিযোগে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য।
এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হেমায়েত উদ্দিনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। বুধবার সকাল থেকে দশমিনা উপজলা নিবার্হী কর্মকর্তার কাযার্লয়ে এ বিষয়ে তদন্ত করেন তিনি।