কুমিল্লায় আরও ৯১ জনের করোনা শনাক্ত, সুস্থ ১৪৫ জন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লায় বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯১ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা। এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে সর্বোচ্চ ১৪৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চৌদ্দগ্রামে ১০ জন, মুরাদনগরে ৮৮ জন, সদর দক্ষিণে ৭ জন, নাঙ্গলকোটে ৫ জন, বুড়িচংয়ে ২২ জন, দেবিদ্বারে ৭ জন, তিতাসে ৫ জন ও দাউদকান্দির একজন রয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৫১ জন।

বিজ্ঞাপন

অপরদিকে, প্রাণঘাতী করোনার ছোবলে জেলায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে লাকসামের দুইজন ও কুমিল্লা নগরীর একজন ও নাঙ্গলকোটের একজন রয়েছেন। এদের মধ্যে নাঙ্গলকোটের ব্যক্তি ছাড়া বাকি সকলেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, বুধবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে ১৫ হাজার ১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩ হাজার ৪৮৩ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ২ হাজার ২১৭ জনের।

বুধবার নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ১৮ জন, বুড়িচংয়ে ৫, লাকসামে ৯, মুরাদনগরে ৪, মনোহরগঞ্জে ৪, সদর দক্ষিণে ৫ জন, তিতাসে ৯,দাউদকান্দিতে ৬, চান্দিনায় ৬, নাঙ্গলকোটে ৮, দেবিদ্বারে ১২, ব্রাহ্মণপাড়ায় ১ ও হোমনার ৩ জন রয়েছেন।