রমেক ল্যাবে আরো ২৫ জনের করোনা শনাক্ত
রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ২৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে রংপুরের কাউনিয়াতে তিন, বদরগঞ্জে দুই, পীরগাছায় একজন, রমেক হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চগড়ের এক শিশুসহ নগরীর শিরিনপার্ক পান্ডার দীঘি এলাকায় দুইজন ও সিওবাজার, শিমুলবাগ, আরকে রোড, শালবন, সিটি করপোরেশনের একজন করে রয়েছেন।
এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোবিন্দগঞ্জে সাতজন, লালমনিরহাট হাতিবান্ধার দুইজন এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৪ জন, গাইবান্ধায় ৮ জন, লালমনিরহাটে ২ ও কুড়িগ্রাম জেলার ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।
এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২৮ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৩৫২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।