কুষ্টিয়ায় ওষুধ কারখানা মালিকের জেল-জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

নকল ও নিম্নমানের ওষুধ জব্দ করা হয়

নকল ও নিম্নমানের ওষুধ জব্দ করা হয়

কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে মো. তৌহিদুল ইসলাম নামের এক কারখানা মালিকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৭ জুন) বিকেলে কুষ্টিয়া জেলা শহরের বাবরআলী গেট চামড়াপট্টি এলাকায় "এপিক" নামক একটি নকল হোমিওপ্যাথিক ওষুধ কারখানায় অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান।

বিজ্ঞাপন

এ সময় তিনি জানান, শহরের বাবরআলী গেট চামড়াপট্টি এলাকায় ‘এপিক’ নামক একটি নকল হোমিওপ্যাথিক ওষুধ কারখানায় দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি ও বাজারজাতকরণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালানো হয়। পরে ওষুধ আইন, ১৯৪০ অনুসারে কারখানা মালিক মো. তৌহিদুল ইসলামের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের ওষুধ, লিফলেট, লেবেল সহ বিভিন্ন জাল কাগজপত্র ও সরাঞ্জামাদি জব্দ ও ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

বিজ্ঞাপন