পীরগাছায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরের পীরগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন।

তিনি জানান, বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজের করোনা পজিটিভ আসে। এর আগে মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ মে উপজেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো একজন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০ জন।

আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আট জন ও রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৩ জন।

বিজ্ঞাপন