অভিবাসী কর্মীদের জন্য ব্র্যাকের ৩ কোটি টাকার সহায়তা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্র্যাক

ব্র্যাক

অভিবাসী কর্মীদের খাদ্য ও জরুরি সহায়তার জন্য তিন কোটি টাকা নগদ অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

ব্র্যাকের এই অর্থ ৭২৫০ জন অভিবাসী কর্মীকে সহায়তা করা হবে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বিশেষ অতিথি থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান।