মাঠের মধ্যে চরমপন্থীর গুলিবিদ্ধ মরদেহ

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা মাঠ থেকে চরমপন্থী দলের সক্রিয় সদস্য বারী হকের (৩৮) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। গুলিতে নিহত বারী হক একই উপজেলার করিমপুর গ্রামের বাচু হকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, শনিবার সকালে একদল কৃষক মাঠে কাজ করতে যায়। এ সময় হোগলডাঙ্গা গ্রামের একটি মাঠের মধ্যে গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে তারা। পরে খবর দিলে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, গতকাল একদল মানুষ সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। শনিবার সকালে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তারা জানতে পারেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ে চরমপন্থী দলের সদস্য বারী হক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।