করোনায় মারা গেলেন লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

বিচারক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ

বিচারক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশে প্রথম বিচারক। তিনি লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৮)।

বুধবার (২৪জুন) রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর।

বিজ্ঞাপন

আদালত সূত্র ও বিচারকের স্বজনরা জানান, গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন ফেরদৌস আহমেদ। ৪ জুন আদালতে বিচার কাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। এরপর করোনায় আক্রান্ত হয়েছেন শনাক্ত হলে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।

এর আগে গত ১৫ জুন বিচারক ফেরদৌস আহমেদের জামাতা লে. কর্নেল সাজ্জাদ জানিয়েছিলেন, তার শ্বশুরকে সুস্থ করে তুলতে এবি পজেটিভ রক্তের প্লাজমা খোঁজ করা হচ্ছিল।

বিজ্ঞাপন

সর্বশেষ গত রাতে জানা গেছে, বিচারক ফেরদৌস আহমেদকে প্লাজমা থেরাপীও দেওয়া হয়েছিল। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।