জামালপুরে ৯শ কেজি চাল উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পরিত্যক্ত  ৯শ কেজি চাল উদ্ধার করে পুলিশ/ছবি: বার্তা২৪.কম

পরিত্যক্ত ৯শ কেজি চাল উদ্ধার করে পুলিশ/ছবি: বার্তা২৪.কম

জামালপুরের ইসলামপুরের কান্দারচর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯শ কেজি চাল উদ্ধার করেছে ডিগ্রীরচর ফাঁড়ি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর বাজারের ফকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে চালগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিগ্রীর চর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দেলুয়ার হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কান্দারচর বাজার এলাকায় কিছু চালের বস্তা পড়ে আছে। পরে বিষয়টি আমাকে জানালে সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার অভিযানে যাই। কান্দারচর বাজারের ফকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশের পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১৮ বস্তা চাল উদ্ধার করে ফাঁড়ি থানায় আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কালোবাজারিরা চালগুলো তাদের গন্তব্যে নেওয়ার পথে পুলিশের কথা শুনেই চালগুলো ফেলে যায়। আর এ চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির হতে পারে। তবে এ ঘটানায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন