ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে চাঁদাবাজি, গ্রেফতার ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারকৃতরা।

গ্রেফতারকৃতরা।

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাতে ঝিনাইদহ সদরের ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চান্দু মিয়ার ছেলে তারা মিয়া (৪৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই এলাকায় গাড়ি থামিয়ে শ্রমিকদের নামে চাঁদা তোলা হচ্ছে বলে ভোলা জেলার এক ট্রাক চালক লিখিত অভিযোগ করেন। পরে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে জাহাঙ্গীর আলম ও তারা মিয়াকে গ্রেফতার করা হয়। তখন পালিয়ে যায় আরও ২ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন