নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসছে

নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসছে

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। উদ্ধার অভিযানে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

উদ্ধারকারী জাহাজটি এসে পৌঁছালে উদ্ধার তৎপরতায় গতি পাবে বলে মনে করছেন ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

জানা যায়, রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গায় সোমবার (২৯ জুন) সকাল ৯ টার দিকে লঞ্চটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতারে পাড়ে আসেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, লঞ্চটিতে নারী ও শিশু বেশি থাকায় হতাহতের সংখ্যা অনেক হতে পারে।  

একই আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং সদ্য উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া কোস্টগার্ড।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বার্তা২৪.কমকে জানান, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে চারজন নারী, ১১ জন পুরুষ এবং দুইজন শিশু রয়েছে।

আরও পড়ুন:বুড়িগঙ্গায় লঞ্চডুবি, শিশুসহ ১৪ জনের মরদেহ উদ্ধার