করোনাভাইরাসকে পুঁজি করে চিকিৎসা বাণিজ্য বন্ধের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসকে পুঁজি করে চিকিৎসা বাণিজ্য বন্ধের দাবি

করোনাভাইরাসকে পুঁজি করে চিকিৎসা বাণিজ্য বন্ধের দাবি

করোনাভাইরাসকে পুঁজি করে চিকিৎসা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘নিরাপদ চিকিৎসা চাই’ নামে একটি সামাজিক সংগঠন।

সোমবার (২৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, মহামারির সময়ে সারা বিশ্বের মতো বাংলাদেশও স্বাস্থ্যখাত হুমকির মুখে। এমন পরিস্থিতিতে দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতালে যখন বিনামূল্যে বা অল্প খরচে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তখন বেসরকারি হাসপাতালে এধরনের চিকিৎসা সেবা দিতে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। চিকিৎসা সেবার নামে ভুক্তভোগীদের থেকে আদায় করা হচ্ছে বিশাল অংকের টাকা। এমন সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণির চিকিৎসা ব্যবসায়ীরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে।

"নিরাপদ চিকিৎসা চাই" এর চেয়ারম্যান যুবরাজ খান বলেন, মানুষের মৌলিক অধিকার সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রাইভেট হাসপাতাল সরকারকে ধোকা দিয়ে শুধু ব্যবসা করে যাচ্ছে, মানুষকে সেবা দিচ্ছে না। প্রতিটা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে করোনাভাইরাসে মৃত্যু বরণ করা চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়ে বক্তারা বলেন,"যে সকল চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে না তাদের প্রতি আমরা ধিক্কার জানাই।" এসকল চিকিৎসকদের লাইসেন্স বাতিলের দাবিও জানান বক্তারা।