উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ
পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এ ধাক্কা লেগেছে উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'র। এতে করে সেতুতে ফাটলের দেখা দেয়ায় সোমবার (২৯ জুন) সন্ধ্যা থেকে চার লেনের সেতুটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে সড়ক ও জনপথ বিভাগ।
এদিকে, সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, আগামীকাল বিশেষজ্ঞ দল পরিদর্শনের পর পরীক্ষা-নিরীক্ষা করে সেতুর যান চলাচল খুব দ্রুতই স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
রাজধানীর সদরঘাটের অদূরে শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ 'মর্নিং বার্ড' উদ্ধারে যাচ্ছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। সেতুর উচ্চতা কম হওয়ায় জাহাজটি শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তাড়াহুড়ায় জাহাজের ঊর্ধ্ব অংশ সেতুর সাথে ধাক্কা লাগে। এতে সেতুটিতে ফাটল দেখা দিয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবার ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে সার্ভিস ও কোস্টগার্ড।