ভুতুড়ে বিদ্যুৎ বিল-গ্রাহক ভোগান্তি নিরসনে টাস্কফোর্সকে পুনর্গঠনের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্রাহক ভোগান্তি নিরসনে টাস্কফোর্সকে পুনর্গঠন দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বিদ্যুৎ মন্ত্রণালয় ভুতুড়ে বিদ্যুৎ বিল সংক্রান্ত তদন্তে টাস্কফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগের লোকজনকে দিয়ে। ফলে এই টাস্কফোর্স অনেকটাই শাক-দিয়ে মাছ ঢাকার মতো। কারণ যারা গড় বিল করার জন্য নির্দেশ দিয়েছে তারাই আবার টাস্কর্ফোর্সের সদস্য।

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনার মহামারিতে অধিকাংশ সাধারণ গ্রাহকের আয় রোজগার কমে যাওয়া, অনেকে চাকুরি হারিয়ে বা বেতন কর্তনের মতো দুর্দশায় জীবন-জীবিকা নির্বাহ করতে কঠিন সময় পার করছেন, সে সময়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উদ্ভট সিদ্ধান্ত গড় বিল ও ৩/৪গুণ অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে সাধারণ ভোক্তাদের জন্য বিদ্যুৎ বিল আর একটি “মরার উপর খারার ঘা” হিসেবে আবির্ভূত হয়েছে। আবার ৩০ জুনের মধ্যে পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘোষণা শুধু অমানবিক নয়, মহামারি কালে সাধারণ মানুষের উপর রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সেবাদানকারী প্রতিষ্ঠানের অগ্রহণযোগ্য।

বিজ্ঞাপন

বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, সরকারের ভেতরে একটি মহল সব সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তাকে ম্লান করার জন্য নানা রকমের নীল নকশা করার চেষ্টা করেন। মহামারির কঠিন সংকটকালে গড় বিল, ভুতুড়ে বিল, জুনের টার্গেট প্রদান করে রাজস্ব আহরণের ঘটনাগুলো তারই অংশ কিনা তা ঘতিয়ে দেখা দরকার।