মাত্র ৩০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে শিল্পপতি সালাম মুর্শেদীর!



ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

খুলনা: বিশ সহস্রাধিক কর্মীর কর্মস্থল ‘এনভয়’ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী গত বছর ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছিলেন। তবে খুলনা-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার মাত্র ত্রিশ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। এছাড়া নেই কোনো ইলেকট্রনিক সামগ্রী। বার্ষিক আয় প্রায় ছয় কোটি টাকা হলেও হাতে নগদ রয়েছে মাত্র ১৩ লাখ ৫১ হাজার ৩১০ টাকা।

সাধারণ মানুষের কাছে এসব তথ্য অবিশ্বাস্য মনে হতেই পারে! তবে দেশ বরেণ্য শিল্পপতি সাবেক কৃতি ফুটবলার সালাম মুর্শেদী গতকাল রোববার (২৬ আগস্ট) খুলনা-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় এসব তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় খুলনা-৪ আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন তিনি।

আব্দুস সালাম মুর্শেদী হলফনামায় উল্লেখ্য করেছেন, নিজ নামে ৮৫ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৩৯৩ টাকার সম্পদ রয়েছে। আর স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ৪৪ হাজার ৫৩৫ টাকার সম্পদ। স্থাবর-অস্থাবর সম্পদ মিলে ১১০ কোটি ২ লাখ ৪৩ হাজার ৯২৮ টাকার মালিক তিনি। নিজের বার্ষিক আয় দেখিয়েছেন ৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ১৯৫ টাকা। এছাড়া তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ৭৫ লাখ ৭৫ হাজার ৬৩১ টাকা। পোশাক শিল্প, বস্ত্রশিল্প, ব্যাংক, হাসপাতাল ব্যবসা, প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদীর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। দেশবরেণ্য এ শিল্পপতির মাত্র ত্রিশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে। রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২৭নং বাড়িতে বসবাসকারী আব্দুস সালাম মুর্শেদী হলফনামায় ইলেকট্রনিক সামগ্রীর ঘরে কিছু উল্লেখ করেননি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৪ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচন হবার কথা। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগামী ৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই পর্ব শেষে একক প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দাপ্তরিকপত্র পাঠাবেন রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দ্রুত গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ হতে পারে। আগামী ৯ সেপ্টেম্বর বিকেলে দশম জাতীয় সংসদের ২২তম বা শেষ অধিবেশনে আব্দুস সালাম মুর্শেদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে সংসদের মেয়াদ আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। সাংবিধানিক মতে, ৩১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সে হিসেবে মাত্র তিন থেকে চার মাসের জন্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন সালাম মুর্শেদী।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

   

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল উত্থাপন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
জাতীয় সংসদ/ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ/ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা গবেষণা ট্রাস্ট তহবিল’ গঠনের জন্য আইনে সংশোধনী আনা হচ্ছে। বিলটি উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল উত্থাপন করা হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিল উপস্থাপনের পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিতে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে প্রণীত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইনে সংশোধনী এনে ভাষা গবেষণার জন্য ট্রাস্ট তহবিল করার বিধান যুক্ত করা হচ্ছে। বিলে বলা হয়েছে, এই ট্রাস্ট তহবিল দুটি অংশে বিভক্ত থাকবে। স্থায়ী তহবিল ও চলতি তহবিল। সরকারের দেওয়া অনুদান, স্থায়ী তহবিলের অর্থ বিনিয়োগ থেকে পাওয়া আয় বা মুনাফা এবং সরকার অনুমোদিত অন্য কোন উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে এই তহবিল গঠন করা হবে।

বিলে আরও বলা হয়েছে, বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষা আন্দোলনের বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা, বাংলসহ পৃথিবীর অন্যান্য ভাষা গবেষণা ও ভাষা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বৃত্তি, অনুদান, প্রশিক্ষণে এই তহবিলের অর্থ ব্যয় করা যাবে।

;

পাহাড়ের মন্দিরে ছদ্মবেশে ছিলেন আনার হত্যার ২ আসামি: ডিবির হারুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
পাহাড়ের মন্দিরে ছদ্মবেশে ছিলেন আনার হত্যার ২ আসামি: ডিবির হারুন

পাহাড়ের মন্দিরে ছদ্মবেশে ছিলেন আনার হত্যার ২ আসামি: ডিবির হারুন

  • Font increase
  • Font Decrease

এমপি আনার হত্যার ঘটনায় পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় দুই আসামিকে নিয়ে হেলিকপ্টারযোগে ৩০০ ফিটের পূর্বাচলে ১৮ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে অবতরণের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিবি হারুন বলেন, শিমুল ভূইয়ার সাথে থেকে ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ এই কিলিং মিশনে অংশ নেয়। এ ঘটনার মূল ঘাতক ছিলো শিমুল ভূইয়া। ফয়সাল ও মুস্তাফিজ নাম পরিবর্তন করে পলাশ দাস ও শিমুল রায় নাম ধারণ করে পার্বত্য এলাকায় ছদ্মবেশে সীতাকুণ্ডের পাথাল কালীমন্দীরে ২৩ দিন ছিলেন।

তিনি বলেন, তারা ১৯ তারিখ বাংলাদেশে আসে। তাদের দুইজনকে মাত্র ৩০ হাজার টাকা দেয়।

তারা বিভিন্নভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করেছে। যে ৭ জন এই মিশনে অংশ নিয়েছিলো, এরা ছিলো শিমুলের পর এই ২য় ও ৩য় ব্যক্তি। বাংলাদেশে আছে ৭ জন, ভারতে ২ জন।

মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে গ্রেফতার করাই এখন মূল টার্গেট বলে জানান ডিবি কর্মকর্তা হারুন। যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সকে চিঠি দেয়া হয়েছে। ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি রয়েছে, তারাও চেষ্টা করছে ধরার। আমরাও চেষ্টা করছি।

;

সিলেটে বারকি নৌকা থেকে ফের ১১১ বস্তা চিনি উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে আবারো দুটি বারকি নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিরি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার সারী নদীতে দুটি নৌকা এসব চিনি উদ্ধার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার এসআই (মিডিয়া অফিসার) মো.আশরাফুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সারী নদীতে পুরাতন কাঠের তৈরি দুইটি নৌকা থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরআগে মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টার দিকে জৈন্তাপুর ইউনিয়ন সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচে দুটি বারকি নৌকা থেকে ৪২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে থানা পুলিশ।

;

কুমারখালীতে পদ্মা নদীতে গোসলে নেমে তরুণের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে গোসল করতে নেমে ছাকির প্রামাণিক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) উপজেলার চর সাদিপুর ইউনিয়নের সাদিপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছাকির প্রামাণিক কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে। তিনি পাবনায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ছাকির বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

;