বাসার চিলেকোঠায় দেশি মদ তৈরি, আটক ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

মাদকসহ আটককৃত চার জন

মাদকসহ আটককৃত চার জন

সাভার ও দারুস সালাম থানা এলাকায় পৃথক দুটি অভিযানে দেশি মদ, ইয়াবা ও গাঁজা গাছসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

আটককৃতরা হলেন- সাভারের রাজাশন এলাকার বাসিন্দা ফ্রান্সিস গমেজ (৬০)। দারুস সালাম এলাকা থেকে আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার আব্দুল বাসেদ (২৪), চট্টগ্রাম জেলার কুতুবুল আরম ও খুলনা জেলার ববি (২০)।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমিরউদ্দীন আহমেদ।

এর আগে শনিবার ভোর ৫টার দিকে সাভারের রাজাশন এলাকায় ও দারুস সালাম থানাধীন ৬টার দিকে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ফ্রান্সিস গমেজ (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সরঞ্জামসহ ১ হাজার লিটার দেশি মদ ও ছাদ বাগান থেকে ৫ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

অপরদিকে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমিরউদ্দীন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফ্রান্সিস গমেজ (৬০) দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলেকোঠায় বাংলা মদ তৈরি করে সাভারসহ মিরপুর ও এর আশপাশ এলাকায় সরবরাহ করতেন।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।