প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিলেন রায়পুরার মুক্তিযোদ্ধারা
করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার মুক্তিযোদ্ধারা।
বুধবার (৮ জুলাই) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের হাতে এই চেক তুলে দেন মুক্তিযোদ্ধারা।
এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন- নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান প্রমুখ।
রায়পুরা উপজেলার মুক্তিযোদ্ধারা করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার জন্য ৩ লাখ ৩০ হাজার টাকার চেক জেলা প্রশাসকের হাতে তুলে দেন।