কুড়িগ্রামে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, ২ বেকারিকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

২ বেকারিকে জরিমানা করা হয়/ছবি: সংগৃহীত

২ বেকারিকে জরিমানা করা হয়/ছবি: সংগৃহীত

বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে কুড়িগ্রামে দুটি বেকারিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) কুড়িগ্রাম জেলা কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা এনএসআই-এর আগাম তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে নাইম বেকারিকে ৫ হাজার টাকা ও লক্ষ্মী বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রামের পক্ষে দায়িত্ব প্রাপ্ত সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতজনের একটি দল ও জেলা এনএসআই-এর জুনিয়র ফিল্ড অফিসার মো. রাশেদুজ্জামান, মো. রাশিদুল ইসলামসহ চার সদস্যের একটি দল অভিযানে উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন