ঢাকায় আনা হয়েছে সাহেদকে
করোনা চিকিৎসার নামে মহাপ্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ঢাকায় আনা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে তাকে ঢাকায় আনা হয়। সাতক্ষীরা থেকে র্যাবের অভিযান দল সাহেদ গ্রেফতার করে। পরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ জানান, বুধবার ভোর রাতের দিকে সাহেদ ছদ্মবেশে বোরকা পরে নৌকা দিয়ে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এরপর ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বাসা সাতক্ষীরায়। এতোদিন জেলায় ছদ্মবেশে বিভিন্ন যানবাহনে চলাফেলা করেছিলেন তিনি।
সাহেদকে গ্রেফতারে দেশের সব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। তাই তাকে গ্রেফতারে একটু সময়ে লেগেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে র্যাব সদর দফতরে নেয়া হবে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর যদি কোথায় অভিযান চালানোর প্রয়োজন হয় তা চালানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রিজেন্টের মালিক সাহেদকে ধরতে অভিযান চলছে: র্যাব
অতঃপর রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা টেস্ট না করেই রিপোর্ট, রিজেন্ট হাসপাতালের ৮ জন আটক
রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালার প্রস্ততি
রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখার ৪৫ লাখ টাকা ভাড়া বাকি