সাহেদকে নিয়ে অভিযানে জাল টাকা উদ্ধার
বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেফতারের পর ঢাকার উত্তরার একটি বাড়িতে অভিযান শুরু করে র্যাব। এসময় জাল টাকা উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই অভিযান শুরু হয়। দুপুর দেড়টায় অভিযান শেষ হয়।
র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের এক কর্মকর্তা জানান, অভিযানে অনেক জাল টাকা পাওয়া গেছে। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, দুপুর ১২টা ২৬ মিনিটে র্যাব সাহেদকে নিয়ে ওই ভবনের ভেতরে প্রবেশ করে। তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা ছিলেন। দুপুর ১২টা ১৫ মিনিটে ওই ভবনে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম প্রবেশ করেন।
এর আগে বুধবার সকাল থেকে ভবনটি ঘিরে রাখে র্যাব। র্যাব সূত্র জানায়, আটক হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদকে নিয়ে ওই ভবনের ৪ (এ) নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হচ্ছে।
তবে এটি সাহেদের নিজস্ব ফ্ল্যাট কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সকাল ৯টার দিকে সাহেদকে ঢাকায় আনার পর র্যাব সদর দফতরে রাখা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উত্তরার এই বাসায় অভিযান চালানো হয়।
আরও পড়ুন: রিজেন্টের মালিক সাহেদকে ধরতে অভিযান চলছে: র্যাব
অতঃপর রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা টেস্ট না করেই রিপোর্ট, রিজেন্ট হাসপাতালের ৮ জন আটক
রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালার প্রস্ততি
রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখার ৪৫ লাখ টাকা ভাড়া বাকি
সাহেদ কাণ্ডে দায় নিচ্ছে না কেউ!