আশরাফ হোসেনের মৃত্যুতে বিলস এর শোক

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আশরাফ হোসেন/ছবি: সংগৃহীত

আশরাফ হোসেন/ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ও সাবেক হুইপ, সংগ্রামী ট্রেড ইউনিয়ন নেতা আশরাফ হোসেন শনিবার (১৮ জুলাই) ভোর রাত ৩টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে ও এক কন্যাসহ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আশরাফ হোসেন নিকুঞ্জ-২ এর ১১ নম্বর রোডে থাকতেন।

আশরাফ হেসেনের মৃত্যুতে বিলস পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সিরাজ এবং মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, তার মৃত্যুতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন আশরাফ হোসেন সারাজীবন মেহনতি মানুষের কল্যানে কাজ করে গেছেন। নেতৃবৃন্দ আশরাফ হোসেনের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন