পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনায় মসিকের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে মসিক মেয়রের কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু পশু হাটের স্বাস্থ্যবিধি রক্ষা এবং সুষ্ঠুভাবে হাট পরিচালনায় করণীয় নানা বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়া পশু কোরবানির পর স্বল্পতম সময়ে যেন সিটি এলাকা বর্জ্যমুক্ত হয় সে বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা শাখাকে নির্দেশ দেন তিনি।
সভা শেষে নগরের কাচারি ঘাটের প্রস্তাবিত পশু হাট এলাকা সরেজমিন পরিদর্শন করে কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন মেয়র টিটু।
এসময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বাজার কর্মকর্তাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় এবার সাতটি কোরবানির পশুর হাট বসছে। এরমধ্যে শম্ভুগঞ্জ বাজারে রয়েছে স্থায়ী হাট। আর অস্থায়ী ছয়টি হাট বসবে নগরের সার্কিট হাউস সংলগ্ন আবুল মনসুর সড়ক, খাগডহর ইউনিয়ন পরিষদ মাঠ, জয়বাংলা বাজার সংলগ্ন (ছাইতান কান্দা মাঠ), সুতিয়াখালী স্কুলমাঠ (জিতেন্দ্রগঞ্জ বাজার), শিকারীকান্দা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) মাঠে।