প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার হলেন এস এম গোর্কি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এস এম গোর্কি

এস এম গোর্কি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার হিসাবে এস এম গোর্কিকে এবং অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তাদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, আলোকচিত্রী এস এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আর আফরোজা বিনতে মনসুর গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।

প্রসঙ্গত, এস এম গোর্কি দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান ফটোসাংবাদিক ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়ঙ্কর গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি।

বিজ্ঞাপন