আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এখন চলছে নতুন ডিজি নিয়োগের প্রক্রিয়া।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হলো। এর মানে হলো তিনি আর ডিজি পদে নেই।

শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আবুল কালাম আজাদ ও নাসিমা সুলতানাকে ডিবির জিজ্ঞাসাবাদ

জেকেজির জালিয়াতির পেছনে দুই পরিচালক ও দুই অতিরিক্ত সচিব

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ