ওআইসি কোভিড-১৯ ফান্ড গঠনে সৌদি আরবকে আহ্বান

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংকটে ক্ষতিগ্রস্ত ওআইসি সদস্য দেশগুলোর পাশে দাঁড়াতে পুনরুদ্ধার তহবিল কোভিড-১৯ ফান্ড গঠন করতে সৌদি আরবের সমর্থন চেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বুধবার (২২ জুলাই) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে এ সমর্থন চান।

বিজ্ঞাপন

ড. আবদুল মোমেন প্রিন্স ফয়সালকে সৌদি আরবের কৃষি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য অনুরোধ করেছন। গরু ও মুরগির মাংস প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের জন্য সৌদি আরবের সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদেরও অনুরোধ করেন। বাংলাদেশ থেকে হালাল গরু ও মুরগির মাংস আমদানির অনুরোধ জানান।

এদিকে ড. মোমেন প্রিন্স ফয়সালকে ভালো মানের পিপিই উৎপাদন করার বিষয়ে বাংলাদেশের দক্ষতা সম্পর্কে জানান, সেগুলো রফতানির জন্য বাংলাদেশের সক্ষমতা অবহিত করেন।

বিজ্ঞাপন

ড. মোমেন মিয়ানমার থেকে বাংলাদেশে বাধ্য হয়ে বাস্তুচ্যুত হওয়া ১.১ রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে আনতে সৌদি সমর্থন চান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।