বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৭০ পরিবারের মাঝে ৩২ লাখ টাকা বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টাকা বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টাকা বিতরণ

জামালপুরের ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়নের ১ হাজার ৭০টি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৩২ লাখ ১০ হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্টার্ট ফান্ডের অর্থায়নে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে এসব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল।

বিজ্ঞাপন

উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন জামালপুর ফাড রেসপন্স প্রকল্পের আওতায় বেলাগাছা ইউপির চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসেন আরা, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, জাহাঙ্গীর সেলিমসহ আরও অনেকেই।

জানা গেছে, উপজেলার বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরী, চিনাডুলী ইউনিয়নের ১ হাজার ৭০টি পরিবারের মাঝে জনপ্রতি নগদ ৩ হাজার টাকা এবং হাইজিং কিট হিসাবে ১০টি গায়ে মাখা সাবান, ৫ প্যাকেট গুড়া সাবান, ৮ পিস টুকরা কাপড়, একটি বালতি, মগ, ৫০টি সার্জিকের মাস্ক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন