গাজীপুরে লিফটে উঠতে গিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরে লিফটে উঠতে গিয়ে ৫তলা থেকে নীচে পড়ে আরিফ হাওলাদার (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে গাজীপুর নগরের কোনাবাড়ি জরুন এলাকার ইসলাম গ্রুপের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ পটুয়াখালী জেলার দুমকী থানার লেবুখালী এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি ওই পোশাক কারখানার ওভেন সেকশনের অপারেটর ছিলেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসলাম হোসেন জানান, কারখানা ভবনের ৫ম তলা থেকে নীচে নামার জন্য লিফটে উঠতে যায় আরিফ। এ সময় ওই ফ্লোরে লিফট অবস্থান করছে ভেবে সে হাত দিয়ে দরজা খুলে লিফটে চড়ার জন্য পা বাড়ানোর সঙ্গে সঙ্গে নীচতলায় লিফটের উপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার সময় ৬ তলা ভবনের ওই লিফটি নীচে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
কারখানার নিটিং শাখার মহাব্যবস্থাপক মো. আইনুল্লাহ জানান, কারিগরি ত্রুটির কারণে ঘটনার সময় লিফটিকে নীচতলায় দাঁড় করিয়ে রেখে মেরামতের কাজ করা হচ্ছিল। এ সময় বাইরে যেতে ৫ম তলা থেকে নীচে নামার জন্য লিফটে চড়তে যায়। লিফটটি ওই ফ্লোরে অবস্থান করছে ভেবে তাড়াহুড়া করে হাত দিয়ে দরজা খুলে লিফটে চড়ার জন্য পা বাড়িয়ে দিলে আরিফ নীচে পড়ে নিহত হয়। তার অসতর্কতার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।