করোনা সুরক্ষা সামগ্রী দিল আসিয়ান ঢাকা কমিটি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা সুরক্ষা সামগ্রী দিল আসিয়ান ঢাকা কমিটি

করোনা সুরক্ষা সামগ্রী দিল আসিয়ান ঢাকা কমিটি

আসিয়ান ঢাকা কমিটি করোনা সুরক্ষা সামগ্রী (পিপিই এবং একটি ভেন্টিলেটর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করেছেন। বুধবার (২৯ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে ভিয়েতনামের রাষ্ট্রদূত এবং আসিয়ান ঢাকা কমিটির বর্তমান চেয়ারম্যান ফাম ভিয়েট চিয়ান উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী চেয়ারম্যান। 

বিজ্ঞাপন

আসন্ন চেয়ারম্যান থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরং ফোথং হামফ্রেস এবং ব্রুনাই দারুসসালামের হাই কমিশনার হাজী হারিস বিন ওথম্যানও উপস্থিত ছিলেন।

উপকরণ গ্রহণের সময় পররাষ্ট্র সচিব মোমেন তাদের মহৎ উদ্যোগের জন্য আসিয়ান ঢাকা কমিটিকে ধন্যবাদ জানান। মোমেন বলেন, ভৌগলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নৈকট্যের কারণে বাংলাদেশ এবং আসিয়ান দেশের মানুষ একে অপরের সাথে একত্রে মিশে গেছে। বাণিজ্য, বিনিয়োগ, বিদেশের কর্মসংস্থান এবং উচ্চতর পড়াশোনার কারণে আসিয়ান দেশগুলো গুরুত্ব অর্জন করছে। মোমেন দীর্ঘকালীন কোভিড-১৯ মহামারি চলাকালীন প্রবাসে বাংলাদশিদের সহায়তার জন্য আসিয়ান সরকারকে ধন্যবাদ জানান। কোভিড -১৯ এর কারণে যখন সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল, তখন বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজধানীগুলির মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট চলেছে।

বিজ্ঞাপন

আসিয়ান ট্রয়কার পক্ষ থেকে থাই রাষ্ট্রদূত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি করোনার সঙ্গে লড়াই করার জন্য বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে শিগগিরই ভ্যাকসিন বিশ্ব সম্প্রদায়ের কাছে পাওয়া যাবে।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোভিড-১৯ এর সমন্বয়ক ড. খলিলুর রহমানও এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।