বারভিডার ভাইস প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে সাময়িক বহিষ্কার
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ভাইস প্রেসিডেন্ট ১ এস এম আনোয়ার সাদাতকে এসোসিয়েশনের ‘সাধারণ সদস্য পদ’ ও ‘ভাইস প্রেসিডেন্ট-১ পদ’ থেকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এসোসিয়েশনের সংঘস্মারক ও সংঘবিধি’র ১০ অনুচ্ছেদ এর ১০.৪ ও ১০.৬ ধারা অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ৮ম নিয়মিত সভায় পরিষদের সর্বসম্মতিক্রমে ২৬ জুলাই আনোয়ার সাদাতকে বহিষ্কার করা হয়।
ক. ধারা ১০.৪ - সংগঠনের স্বার্থের পরিপন্থী কাজ যাহা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অন্তরায় সৃষ্টি করে।
খ. ধারা ১০.৬ - কোন সদস্য যদি নিজ কর্মকাব দ্বারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন কিংবা অপরাপর সদস্যদের কার্যে বাধা সৃষ্টি যা সংগঠনের মারাত্মক ক্ষতি হইবে বলিয়া প্রতীয়মান হয় তবে নির্বাহী পরিষদ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে সদস্য পদ বাতিল এবং বহিষ্কার করিতে পারিবেন।
উল্লেখ্য যে, বারভিডার বর্তমান (২০১৯-২০২১) কার্যনির্বাহী কমিটি ২৭ জুলাই ২০১৯ তারিখে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত হয়ে ৫ আগস্ট ২০২০ তারিখে এসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ১ জনাব আনোয়ার সাদাত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধকতার সৃষ্টি এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিষদের সম্মানিত সদস্যবৃন্দকে চরম অসম্মান ও হেয় প্রতিপন্ন করে আসছিলেন।
এছাড়াও তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে বারভিডার কার্যক্রম এবং দেশের রিকন্ডিশন্ড মোটরযান খাত সংশ্লিষ্ট অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক তথ্য পরিবেশন করে আসছেন যা সংগঠনের সকল সদস্য এবং সচেতন মহলে চরম বিভ্রান্তির সৃষ্টি করে চলেছে।
আনোয়ার সাদাত এর এসব কর্মকাণ্ডের প্রেক্ষিতে এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবদুল হক ১৩ মে তাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিলেন। তিনি ১৫ মে অত্যন্ত উদ্ধত ও আপত্তিকর ভাষায় নোটিশটির জবাব দেন যা সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী। তার এই কর্মকাণ্ডের জন্য বারভিডার ১৪ জুন অনুষ্ঠিত ৭ম নিয়মিত সভায় এ বিষয়ে আলোচনার এজেন্ডা (এজেন্ডা ৩ : ভাইস প্রেসিডেন্ট ১ এস এম আনোয়ার সাদাতকে প্রেসিডেন্ট মহোদয় কর্তৃক পাঠানো কারণ দর্শানোর নোটিশ এবং তাঁর জবাবের প্রেক্ষিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।) নির্ধারণ করা হয়।