ঈদে দুইদিন বন্ধ থাকছে ঢাকা-বেনাপোল রেল রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস। শনিবার (১ আগস্ট) ও রোববার (২ আগস্ট) ট্রেনটি বন্ধ থাকবে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান।
বিজ্ঞাপন
রেল ষ্টেশন সূত্রে জানা যায়, মুসলিম ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে সরকারই ছুটিতে ১ আগস্ট থেকে ২ আগস্ট পর্যন্ত বেনাপোল-ঢাকা রেল রুটে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। এছাড়া একই সময় এ পথে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্যে চলাচলকারী কার্গো রেল, সাইডডোর কার্গো রেলও পার্সেল ভ্যানে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। ৩ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ও পণ্য বহনকারী সব রেল চলাচল শুরু করবে।
বেনাপোল স্থলপথের পাশাপাশি রেলপথে পাল্লা দিয়ে বেড়েছে আমদানি বাণিজ্য। এছাড়া এ পথে দুই দেশের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক বৃদ্ধি করতে খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী রেল বন্ধন চলাচল করছে। তবে করোনা সংক্রমণের কারণে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বর্তমানে ট্রেনটি বন্ধ আছে।
জঙ্গী, সন্ত্রাস ও মাদক মামলার আসামিসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত ১২ জনের মধ্যে ৩ জন পলাতক আসামি এবং ৯ জন অবৈধ অনুপ্রবেশকারী নারী, পুরুষ রয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে ট্রাভেল পারমিটে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
এর আগে গত ২৭ ডিসেম্বর ফেরত পাঠায় ময়মনসিংহে ত্রিশালে জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামি জঙ্গী রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে। ফেরত তিন আসামিদেরকে পোর্টথানা পুলিশের কাছ থেকে সংশিষ্ট থানা পুলিশ গ্রহণ করেছে। আর ভালো কাজের সন্ধানে যাওয়া ৯ অবৈধ অনুপ্রবেশকারীকে রাইটস যশোর নামে এনজিও সংস্থা আইনী সহয়তা দিতে জেম্মায় নিয়েছে।
পলাতক ৩ আসামির মধ্যে সন্ত্রাস মামলার দুই আসামি রিয়াজুল ইসলাম ও ওমর ফারুক। নরসিংদীর রায়পুর থানায় তাদের বিরুদ্ধে পুলিশকে মেরে আসামি ছিনতাইয়ের অভিযোগে ২০২২ সালে ডিএমপি কতোয়ালী থানায় মামলা হয়েছিল। অপর জন মাদক মামলার পলাতক আসামি মামুন ওরফে সুমন সরকার। তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে গাজিপুর টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা ছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেদুজ্জামান জানান, ফেরত আসা আসামিরা গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে অবস্থান নেয়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারের পর কারাগারে ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ সরকার ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত আনা হয়। ফেরত আসা আসামিকে সংশিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হয় এবং অনান্য ৯ অনুপ্রবেশকারীকে রাইটস যশোর এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘন কুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় ফ্লাইটগুলোকে ঢাকায় মোড় নেওয়া হয়। যদিও পরে ফ্লাইট তিনটি চট্টগ্রামে এসেছে।
রাতে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৪ (দোহা-চট্টগ্রাম) ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় অবতরণ করে। পরে সকাল ১০টা ৫৪ মিনিটে ১৫০ যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়।
‘সালাম এয়ারের ওএমএস-৪০১ (মাস্কাট-চট্টগ্রাম) ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে একই কারণে ঢাকায় অবতরণ করে। পরে সকাল ১১টা ১৮ মিনিটে ২০৩ যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়।’
তিনি আরও বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২২ (মাস্কাট-চট্টগ্রাম) ফ্লাইটটি সকাল ৯টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে দুপুর ১২টা ২৬ মিনিটে ১৫৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের সাময়িক অসুবিধার মুখোমুখি হতে হয়।
বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। সেই সঙ্গে শিক্ষকদেরকেও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষে কাজ করা হচ্ছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের তাঁর বিদ্যাপিঠ বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে ওই বিদ্যাপিঠের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এবার নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তন ও পরিমার্জনের জন্য চলতি বছর বই বিতরণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আগামী বছর প্রথম দিনেই সকল শিক্ষার্থীরা নতুন বই পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রমা বিজয় সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান (পিপিএম)।
বিদ্যালয়ের শতবর্ষ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিজন কুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায়, বিদ্যালয়ের প্রবীন শিক্ষার্থী গোলাম হায়দার, সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক অভি মঈন উদ্দিন, মধ্যনগর শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক গোলাম জিলানী, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তুষার আলম প্রমূখ।
এছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এতে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এর আগে সকাল ৯টায় ধর্মপাশা উপজেলা সদরের দশধরী- দুধবহর গ্রামে ডাক্তার রফিক চৌধুরী হাই স্কুলে নবনির্মিত ক্যাম্পাসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দ্যোগে আয়োজিত এক আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
মাল্টার নাগরিকত্ব পেতে দুই দফায় আবেদন করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক। কিন্তু তাঁর বিরুদ্ধে পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় দুই দফায়ই আবেদন প্রত্যাখান করেছে দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে তাঁদের মেয়ে বুশরা সিদ্দিকের নাগরিকত্বের আবেদনও খারিজ করেছিল মাল্টা কর্তৃপক্ষ।
শাহীন সিদ্দিক ও বুশরা সিদ্দিকের আরেকটি পরিচয় রয়েছে। শাহীন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিকের চাচি ও বুশরা চাচাতো বোন। টিউলিপ শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।
ফাঁস হওয়া নথিপত্রের বরাতে শুক্রবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমস।
ফাঁস হওয়া নথিপত্রের বরাতেদ্য ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০১৩ সালে প্রথমবার মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলো শাহীন সিদ্দিক। কিন্তু ওই সময় দেশটির বিনিয়োগের মাধ্যমে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি দেখভালের বিশেষ দায়িত্বে থাকা হেনলি অ্যান্ড পার্টনারস নামের একটি প্রতিষ্ঠান ওই আবেদন নাকচ করে দেয়।
এরপর মেয়ে বুশরা সিদ্দিকসহ ২০১৫ সালে তিনি আবার আবেদন করেন। সেবার তাঁর বিরুদ্ধে পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ পাওয়ায় আবেদন প্রত্যাখান করা হয়।
দ্বিতীয়বার নাগরিকত্বের জন্য শাহীনকে খরচ করতে হতো ৬ লাখ ৫০ হাজার ইউরো। আর বুশরার খরচ পড়ত ২৫ হাজার ইউরো। এ ছাড়া ফি বাবদ হেনলি অ্যান্ড পার্টনারসকে দিতে হতো ৭০ হাজার ইউরো।
২০১৫ সালে মাল্টার নাগরিকত্বের আবেদনের জন্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য (স্টেটমেন্ট) দেখান শাহীন। তাতে ২৭ লাখ ৬০ হাজার ৪০৯ ডলার জমা দেখানো হয়। আগের দুই মাসে ১১টি লেনদের মাধ্যমে ওই অর্থ হিসাবটিতে জমা দেওয়া হয়েছিল। তবে সেই অর্থের কোনো উৎসের কথা নথিতে জানানো হয়নি।
নথিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছিল প্রচ্ছায়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানের সঙ্গে শাহীন সিদ্দিকের সংশ্লিষ্টতা থাকায় তাঁর মাল্টার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।
উল্লেখ্য, গত আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারিক সিদ্দিক ও শাহীন সিদ্দিকের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশে কর্তৃপক্ষ। এ ছাড়া গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি তারিক সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে কথা বলতে তারিক সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পড়াশোনা শেষে বুশরা সিদ্দিক যুক্তরাজ্যে থেকে যান। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকের পর তিনি জেপিমরগান ব্যাংকে চাকরি শুরু করেন। পরে সেই চাকরিও ছেড়ে দেন। ২০১৮ সালে উত্তর লন্ডনে গোল্ডারস গ্রিন এলাকায় স্বামীর সঙ্গে যৌথভাবে ১৯ লাখ পাউন্ডের একটি বাড়ি কেনেন বুশরা। তাঁর ও শাহীন সিদ্দিকের সঙ্গে মাল্টার নাগরিকত্বের আবেদনের বিষয়ে জানতে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে কোনো জবাব পাওয়া যায়নি।