ময়মনসিংহে আত্মগোপনে থাকা জেএমবি’র দুই সদস্য আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

ময়মনসিংহে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- আনাম আলী (২৪) ও ইউসুফ আলী ওরফে লাল চাঁন (৩৫)। তারা তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় নগরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

সন্ধ্যায় র‍্যাব-১৪'র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. তফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, তারা নগরের চরপাড়া এলাকায় আত্মগোপন করে আছে এবং গোপনে নাশকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪'র সদর ব্যাটালিয়নের একটি দল শুক্রবার বিকেল ৫টায় ওই এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র ওই দুই সদস্যকে আটক করে। তাদের দুজনেরই বাড়ি মুক্তাগাছা উপজেলার মলাজানি এলাকায়।

আটককৃতদের মুক্তাগাছা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-১৪।