অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক কোর্স মার্কিন দূতাবাসের



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক (ওপেন) বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। কোর্সের নিবন্ধনের শেষ তারিখ ১৪ আগস্ট এবং কোর্স শেষ হবে ২৪ আগস্ট।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মাতৃভাষা ইংরেজি নয় এমন ইংরেজির শিক্ষক ও শিক্ষা পেশাজীবী যারা বিভিন্ন ধরনের সংস্কৃতির মধ্যেকার পার্থক্য বিশ্লেষণ, বোঝা ও আলোচনার উপায়গুলো শিখতে চান তাদের জন্য বিনামূল্যে একটি ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স (এমওওসি)-এর পৃষ্ঠপোষকতা করছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর অর্থায়নে পরিচালিত এই কোর্স অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক (ওপেন) প্রোগ্রাম এর পক্ষে ওয়ার্ল্ড লার্নিং পরিচালনা করছে। এটি একটি স্ব-নির্ধারিত স্বয়ংক্রিয় এমওওসি, যেখানে শিক্ষার্থী নিজেই তার কোর্সের গতি নির্ধারণ করতে পারবেন এবং প্রশিক্ষকের প্রত্যক্ষ সহায়তা ছাড়াই স্বাধীনভাবে অধ্যয়ন করতে পারবেন। এখন এই কোর্সে নিবন্ধন চলছে। লিঙ্কে ক্লিক করে আপনি নিজেই নিবন্ধন করতে পারেন: https://www.canvas.net/browse/fhi-pd/courses/integrating-critical-thinking. আগামী ১৪ আগস্ট পর্যন্ত আগ্রহী অংশগ্রহণকারীরা এই কোর্সে নিবন্ধন করতে পারবেন।

"ইন্টিগ্রেটিং ক্রিটিকাল থিংকিং স্কিলস ইনটু দি এক্সপ্লোরেশন অফ কালচার ইন এন ইএফএল সেটিং" শিরোনামের এই এমওওসি কোর্সটি মাতৃভাষা ইংরেজি নয় এমন শিক্ষক ও শিক্ষা-পেশাজীবীদের জন্য প্রণয়ন করা হয়েছে, যারা পেশাগত দক্ষতা উন্নয়নে আগ্রহী। ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ (ইএফএল) যথার্থভাবে শেখানোর জন্য শিক্ষার্থীদের এমনভাবে সাহায্য করা দরকার, যাতে তারা বিভিন্ন ধরনের সংস্কৃতি বোঝার সামর্থ্য অর্জন করতে পারে। এই কোর্সটি অংশগ্রহণকারীদের "ক্রিটিকাল থিংকিং" কী এবং আন্তঃসাংস্কৃতিক কর্মদক্ষতা উন্নয়নে এটি কেন প্রয়োজনীয়, তা জানতে সহায়তা করবে। অংশগ্রহণকারীগণ বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে বিষয় সম্পর্কিত কার্যক্রম ও পাঠ পরিকল্পনার উপাদানগুলোর পাশাপাশি শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করার বিভিন্ন উপায়গুলো সম্পর্কে জানবেন।

আগ্রহী অংশগ্রহণকারীরা আগামী ১৪ আগস্ট ২০২০ তারিখ পর্যন্ত এই কোর্সে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর অংশগ্রহণকারীরা দিনে বা রাতে যেকোন সময় কোর্সটিতে লগ ইন করতে পারবেন। কোর্সের সর্বমোট পাঁচটি মডিউল অবশ্যই ২৪ আগস্ট ২০২০ তারিখের মধ্যে শেষ করতে হবে। আবশ্যকীয় কার্যক্রম শেষে ৭০% বা তার বেশি স্কোরপ্রাপ্ত অংশগ্রহণকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদপত্র পাবেন।

এই কোর্স শেষে অংশগ্রহণকারীরা সংস্কৃতি ও আন্তঃসাংস্কৃতিক কর্মদক্ষতা বলতে তারা কী বোঝেন তা বলতে পারবেন এবং "সাংস্কৃতিক সত্তা বা পরিচয়" কী বুঝিয়ে বলতে পারবেন। অংশগ্রহণকারীরা রুব্রিকস পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সাংস্কৃতিক শিখন ধারণা ও তাদের মূল্যায়ন বিকল্পগুলো প্রয়োগ করতে পারবেন, এবং "বর্ণনা" বনাম "ব্যাখ্যা" নির্ধারণ করতে পারবেন। এছাড়াও, এই কোর্স যেহেতু সাংস্কৃতিক বোধগম্যতা, ক্রিটিকাল থিংকিং এবং পেশাগত উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত তাই তারা কীভাবে শিক্ষাদান সংস্কৃতি ও ক্রিটিকাল থিংকিংয়ের কাজে পাঠ পরিকল্পনায় ব্যবহার করা হয় তাও শিখবেন এবং বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সাথে একটি আন্তর্জাতিক শিক্ষা সম্প্রদায়ের অংশ হয়ে উঠবেন ।

এই কোর্সের সকল বিষয়বস্তু CC-BY 4.0 হিসাবে লাইসেন্সকৃত। অর্থাৎ, CC-BY 4.0 চিহ্নিত যেকোন উপকরণ শিক্ষকরা তাঁদের স্কুল বা এলাকায় পুনরায় ব্যবহার, সংশোধন, পরিমার্জন ও বিতরণ করতে পারবেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াকে আরো উৎসাহিত করতে এ বছর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন কর্তৃক গৃহীত অনেক উদ্যোগের একটি হলো এই বিশেষ "ইন্টিগ্রেটিং ক্রিটিকাল থিংকিং স্কিলস ইনটু দি এক্সপ্লোরেশন অফ কালচার ইন এন ইএফএল সেটিং" এমওওসি কোর্সটি।

কোর্সে নিবন্ধনের জন্য নিচের ওয়েবসাইট দেখুন: https://www.canvas.net/browse/fhi-pd/courses/integrating-critical-thinking

   

এক বছরে ভোক্তা অধিকারের প্রায় ১৯ কোটি টাকা জরিমানা আদায়



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতীয় ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধিকার ২২-২৩ অর্থ বছরে সারাদেশে বাজার মনিটরিং করে জরিমানা আদায় করেছে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সংসদে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

বুধবার (৮ মে) জাতীয় সংসদের অধিবেশনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও ভোক্তার অধিকার বিরোধী কাজ প্রতিরোধ করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং করে।

গত এক বছরে কতটি অভিযান পরিচালিত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে (১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত) ১১ হাজার ৬৭০টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে বিভিন্ন অপরাধে ২৫ হাজার ৬৪৫টি প্রতিষ্ঠানকে ১৮ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৮০০ (আঠারো কোটি পঁচাশি লাখ আশি হাজার আটশ’) টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

 

;

‘রবীন্দ্রনাথ সমাজের বৈষম্য ‍দূর করে বাঙালিকে আলোর পথ দেখায়’



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পরিকল্পা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন সমাজের বৈষম্য ও কুসংস্কার ‍দূর করে বাঙ্গালীকে আলোর পথ দেখায়।

বুধবার (৮ মে) বিকেলে নওগাঁর পতিসর রবীন্দ্র কাচারিবাড়ীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পরিচয় স্বনির্ভর দেশ গড়বার কারিগর নয়, তার পরিচয় তিনি একজন কবি। রবীন্দ্রনাথের কবিতা, সাহিত্য দিয়ে সকলের মনের অন্ধকার দূর করে আলো জ্বালানোর চেষ্টা করেছেন। সেই আলোয় আমরা আলোকিত হবো।

পরে দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও নওগাঁ জেলা প্রশাসনের এসব কর্মসূচির আয়োজন করেন।

আলোচনা সভায় 'সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা এবং রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু' প্রতিপাদ্য বিষয় নিয়ে স্মারক আলোচনা করেন নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মোজাফফর হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, ব্রহানী সুলতান মামুদ গামা, ওমর ফারুক সুমন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বক্তব্য রাখেন।

এদিকে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে কবির গবেষক, ভক্ত ও অনুরাগী ঢল নামে।

 

;

তীব্র গরমের পর এবার কালবৈশাখীর সতর্কতা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশজুড়ে তীব্র গরমে নাকাল ছিল জনজীবন। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়াতে স্বস্তি ফিরেছে। এবার কালবৈশাখীর সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৮ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (৮ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এসময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়।

;

ঢাকার পাশে কাবাডি কমপ্লেক্স নির্মাণের সুপারিশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় একটি কাবাডি কমপ্লেক্স নির্মাণ এবং বাজেটে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (৮ মে) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্ব করেন। কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান, আব্দুস সালাম মূর্শেদী, মোহাম্মদ সোলায়মান সেলিম, মো. মহিউদ্দীন মহারাজ এবং লায়লা পারভীন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রথম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক কার্যক্রম উপস্থাপন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক কার্যক্রম উপস্থাপন ও আলোচনা করা হয়। এ সময় বৈঠকে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় একটি কাবাডি কমপ্লেক্স নির্মাণ এবং বাজেটে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জেলাওয়ারী বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেন।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

;