২২ মার্চের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদে বিশেষ অধিবেশন বসছে। ওই অধিবেশনের শুরুতে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (২২ মার্চ) সকাল ১১টায় ‍স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। বিশেষ অধিবেশন উপলক্ষে ২২ মার্চ সকাল সাড়ে ৯টায় সব সংসদ সদস্য ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংসদে আসবেন।

বিজ্ঞাপন

মুজিববর্ষ উপলক্ষে এবারের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এর আওতায় একটি প্রস্তাব আনা হবে। সংসদ সদস্যরা প্রস্তাব (সাধারণ) ১৪৭ বিধির আওতায় আলোচনা করবেন এবং ২৩ মার্চ সেই প্রস্তাব সংসদে গৃহীত হবে। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ সকাল ১০টায় অধিবেশন শুরু হবে।

বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটি সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন