সংবাদপত্র রক্ষায় নোয়াবের দাবির সঙ্গে বিএনপির সংহতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী।

ছবি প্রতীকী।

সংবাদপত্র রক্ষায় সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে বিএনপি। পাশাপাশি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারিতে বাংলাদেশের গণমাধ্যমের নানা প্রতিবন্ধকতা তুলে ধরে দলটি।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বিবৃতিতে ফখরুল বলেন, ‘কোভিড-১৯ কালীন পরিস্থিতিতে রুগ্ন সংবাদপত্র শিল্প আরও ভয়াবহভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলাদেশে করোনা মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সংবাদপত্রের বিক্রির সংখ্যা, বিজ্ঞাপন আশঙ্কাজনক হারে কমে গেছে। রাজধানীসহ সারাদেশে অনেক সংবাদপত্র প্রকাশ বন্ধ হয়ে গেছে। অনেক পত্রিকা তাদের কর্মীদের বেতন-ভাতা দিতে পারছে না এবং প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক সংবাদকর্মী চাকরি হারাচ্ছে। পত্রিকাগুলো নিজেদের টিকিয়ে রাখতে ব্যয় কমানোর নীতি গ্রহণ করেছে। চাকরি হারিয়ে কিংবা ক্রমাগত আয় কমে যাওয়ায় পত্রিকার সঙ্গে যুক্ত কর্মীরা মানবেতর জীবনযাপন করছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন সাংবাদিক মারা গেছে। এখনো অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সংবাদপত্রশিল্পের সংকটের কারণে করোনা আক্রান্ত সংবাদকর্মীরা নিজেদের চিকিৎসার ব্যয়ও বহন করতে পারছে না। সংবাদপত্রশিল্পের কর্মীরা এখন এক ঘোর দুর্দিন অতিক্রম করছে। বর্তমান বিশ্বমহামারির প্রভাবে সংবাদপত্রশিল্পকে রক্ষায় সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের জন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যে দাবি উত্থাপন করেছে, বিএনপি সেই দাবির প্রতি সংহতি ঘোষণা করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে নোয়াবের নেতারা তথ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা করেছেন। মন্ত্রীদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও কার্যত এখনো ইতিবাচক কিছুই ঘটেনি। সরকার পরিকল্পিতভাবে এই খাততে ধ্বংস করতে চায়।’

ফখরুল বলেন, ‘সংবাদপত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শুল্ক ও ভ্যাট নোয়াবের দাবি অনুযায়ী নির্ধারণ করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদান এবং সরকারের কাছে পাওনা বিপুল পরিমাণ বিজ্ঞাপনের বিল দ্রুত পরিশোধের মাধ্যমে এই সংবাদপত্রশিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে নোয়াব যে আবেদন জানিয়েছে, সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে কোনো সাড়া নেই। যা খুবই দুঃখজনক।’