মুজিব বর্ষ উপলক্ষে কোটি গাছের চারা রোপণ আওয়ামী লীগের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে সারা দেশে ১ কোটির বেশি গাছের চারা রোপণ করা হয়েছে। দলটির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এ তথ্য জানান।
এসময় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদে (বিসিএসআইআর) সোনালু ও হৈমন্তী বৃক্ষরোপণ করা হয়।
দেলোয়ার হোসেন জানান, মুজিব বর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে এ কর্মসূচি দেশজুড়ে চলছে। ঐতিহ্যবাহী গবেষণা প্রতিষ্ঠান বিসিএসআইআর এ ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তাদের উদ্যোগে আমরা উপস্থিত হয়েছি।
তিনি বলেন, আজ আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানার জন্মদিন। তার জন্মদিনের সম্মানে আমরা একটি হৈমন্তী ও একটা সোনালু জাতের ফুলের গাছ রোপণ করলাম। ফুল যেমন নিজেকে বিলিয়ে দিয়ে মানুষকে সুভাস দেয়। ঠিক তেমনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও তার কন্যারাও দেশের মানুষের কল্যাণে কাজ করার মধ্যদিয়ে সুবাসিত করেছেন ৷ তাই রূপক অর্থে বঙ্গবন্ধু এবং শেখ রেহেনার সম্মানে আমরা আজ দু'টি ফুলের গাছ রোপণ করলাম। পুরো বর্ষকাল জুড়ে আওয়ামী লীগের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান দলটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।