বরিশালে বিএনপির সমাবেশ সফল করতে ইশরাকের যাত্রা
বরিশালে বিএনপির সমাবেশ সফল করতে ঢাকা থেকে যাত্রা শুরু করেছে বিএনপি চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সর্বশেষ ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। এ ধারাবাহিক কর্মসূচির আজ প্রথম সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল জেলা স্কুল মাঠে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় রাজধানীর গোপীবাগ থেকে যাত্রা শুরু করেন।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবের বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
গত ৫ ফেব্রুয়ারি সারাদেশে সর্বশেষ ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থীদের উপস্থিতিতে সমাবেশের ঘোষণা দেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।
সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান সরোয়ার বলেন, গণতান্ত্রিক পন্থায় আমরা এ সমাবেশগুলো করতে চাই। এ সমাবেশের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যাবো এবং নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনের দাবি জানাবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা সিটি দক্ষিণ করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তাবিথ আউয়াল, চট্টগ্রাম সিটি করপোরেশনের ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মোসাদ্দেক হোসেন বুলবুল।
গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সমাবেশের কথা থাকলেও সেদিন ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থাকায় চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের মধ্যে দিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের ডাকা সমাবেশ শুরু হতে যাচ্ছে। খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা দক্ষিণে ৪ মার্চ ও উত্তরে ১৩ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।