'অসুস্থ হওয়ার পর এই প্রথম চেয়ারপারসনকে হাসতে দেখেছি'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অসুস্থ হওয়ার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসতে দেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শুক্রবার (২১ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট নেই, তবে পোস্ট কোভিড জটিলতায় তার হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে। এটাই উদ্বেগের বিষয়। এ অবস্থায় তার যে উন্নত চিকিৎসা প্রয়োজন তা দেশে নেই। তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া জরুরি ছিল, কিন্তু সরকার সেই অনুমতি দেয়নি।

এ সময় তিনি সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, রোজিনা ইসলামের জামিন অবধারিত ছিল। কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। এই সরকার বিচার বিভাগসহ সবকিছু ধ্বংস করে দিচ্ছে। 

বিজ্ঞাপন

সাংবাদিকদের মধ্যে বিভক্তির কারণে দাবি আদায়ের আন্দোলন জোরদার হয় না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দুটি পরীক্ষায়ও তিনি করোনা পজিটিভ হন। চতুর্থ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। প্রায় একমাস ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দিতে সরকারের কাছে আবেদন করেছিল পরিবার। সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।