ই‌সি গঠনে আইন করার প্রস্তাব গণফোরামের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপ‌তির সঙ্গে সংলা‌পে নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে গণফোরাম।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গণফোরামের আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বঙ্গভবনে এ সংলাপ শুরু হয়েছে। গণফোরামের পক্ষে এতে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আ ও ম শফিক উল্লাহ, মোস্তাক আহমেদ, ইঞ্জিনিয়ার হারুন আর রশীদ তালুকদার, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর ও শাহ নুরুজ্জামান।

সংলা‌পে শেষে মোকাব্বির খান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন আইন করার প্রস্তাব আমরা রাষ্ট্রপ‌তিকে দিয়েছি। আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে নই।

বিজ্ঞাপন

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের উদ্দেশের বঙ্গভবনে প্রবেশ করে বিকল্পধারার ৭ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলটির মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আবদুল মান্নান।