সার্চ কমিটি: বিএনপি অন্যজনের মাধ্যমে নাম দিয়েছে
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন বলছে যে (সার্চ কমিটি) নাম দিবে না। ডা জাফরুল্লাহ সাহেব কার? ডা জাফরুল্লাহ চৌধুরী এর আগে আমরা জানতাম যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন এই নামটা কি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না। আমরা তো এটা বলতে পারি যে তারা সরাসরি নাম না দিয়ে অন্যজনের মাধ্যমে দিয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে সার্চ কমিটিতে বিএনপির নাম না দেওয়া বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে। তারা সকালে এক কথা বলে বিকালে কথা বলে।’
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে যখন রাষ্ট্রপতি যখন সংলাপ ডাকলেন, তারা বললেন না আমরা নির্বাচন কমিশন গঠনের আইন চাই। তখন আমাদের আইনমন্ত্রী বলেছিলেন যে নির্বাচন কমিশন গঠনের আইন দ্রুত সময়ের মধ্যে করা কঠিন হয়ে পড়বে।
তখন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বললেন সরকার চাইলে একদিনেই আইনটা করতে পারে।
সেটা যখন সংসদে খসড়া হিসেবে উত্থাপিত হল, সেই বিলটা যাছাই বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হল। তখন বিএনপির সংসদ সদস্যসহ সবাই সেখানে উপস্থিত ছিল। তারা আলোচনা করলেন। আলোচনা শেষে বাছাই করে আবার উত্থাপিত হল। সেই বিলে বিএনপি এবং জাতীয় পার্টি থেকে যারা সংশোধনী দিয়েছিলেন, সব মিলে ২২ টা সংশোধনী গৃহীত হল।
এমনকি নামটা পর্যন্ত বিএনপির অনুরোধে সংশোধন করা হয়েছে। পরে বিলটি সার্বজনিকভাবে গৃহীত হল। এরপরেও তারা বললেন, বিলটি তড়িঘড়ি করে করা হয়েছে আওয়ামী লীগের দুরভিসন্ধি আছে।
এইসব কথা বলা তাদের জনগণের সাথে ভাওতাবাজী ছাড়া কিছুই নয়। কারণ তাদের রাজনীতি করার তো কিছু নেই। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানো ছাড়া তাদের তো আর কিছু নেই।
তিনি আরও বলেন, বিএনপি’র জন্মই হয়েছিল অবৈধ পন্থায় ফলে এই দলটি আর কখনো সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে পারে নাই। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় ভাবে অংশগ্রহণ না করলেও তাদের নেতাকর্মীরা দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করেছে।