পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রী ড হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রী ড হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতার বাংলাদেশ রচনার এবং দেশনেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার স্বার্থকতা আজকে সেখানেই, আমরা সব সূচকে পাকিস্তানকে পিছনে ফেলেছি। পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে।

শনিবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা এবং বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক দের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা সমস্ত সূচকে পাকিস্তানকে পিছনে ফেলেছি, আমরা অনেক সূচকে ভারতকেও পিছনে ফেলেছি।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনের শপথ হচ্ছে স্বাধীনতার সমস্ত অপশক্তি, যে অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং তাদের মিত্ররা। সেই অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া।

বিজ্ঞাপন