সব মহানগরে আজ বিএনপির কালো পতাকা মিছিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে আজ শনিবার দেশের সব মহানগরে ‘কালো পতাকা মিছিল’ করবে বিএনপি।

শনিবার (২৬ আগস্ট) বিকেল ৩টা থেকে একযোগে সব মহানগরে এ কর্মসূচি শুরু করবে দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিটি মহানগরে কেন্দ্রীয় একজন সিনিয়র নেতা ছাড়াও নির্বাহী কমিটির সম্পাদক, সহসম্পাদক ও নির্বাহী সদস্যরাও অংশ নেবেন। তাদের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার বড় শোডাউনের মধ্যদিয়ে ঢাকায় কালো পতাকা গণমিছিল করেছে বিএনপি। একদফার দাবিতে রাজধানীতে দুই ভাগে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বিকালে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে একদফা আন্দোলনের ৫ম ধাপের কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বিজ্ঞাপন

তারা বলেছেন, ক্ষমতাসীন সরকার গত ১৫ বছর ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে টিকে আছে। নতুন করে আবারো ক্ষমতায় আসার ষড়যন্ত্র শুরু করেছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এসব করে কোনো লাভ হবে না।