ক্ষমতা নয়, মানুষের অধিকার আদায়ে আন্দোলন করছে বিএনপি: মঈন খান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান আন্দোলন শুধু বিএনপির নয়, দেশের সকল মানুষের উল্লেখ্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না বরং দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে।

শনিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে নাগরিক কণ্ঠ বাংলাদেশের আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলে তিনি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগের তৈরি করা গণতন্ত্রের ফানুস ফেটে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জনগণের ইচ্ছার কাছে তাদের (আওয়ামী লীগ) মাথানত করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, উন্নয়নের জোয়ারে একশ কোটি টাকার প্রকল্প এক হাজার কোটি টাকার প্রকল্প হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সংশোধিত সংবিধান দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। বিএনপি শুরুতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে ছিল কারণ পৃথিবীর কোথাও এ ব্যবস্থা ছিল না। পরে বিএনপি জনগণের চাওয়াকে সম্মান দেখিয়েছিল। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগকে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে যাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই।