ক্ষমতা কি মামার হাতের মোয়া: জিজ্ঞাসা হানিফের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ক্ষমতা কি মামার হাতের মোয়া?

ক্ষমতা কি মামার হাতের মোয়া?

'বিএনপি নেতারা বলছে ক্ষমতা ছেড়ে দিতে। ক্ষমতা কি মামার হাতের মোয়া? যে চাইলেই ছেড়ে দিলাম?' জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তোমরা কারা? তোমাদেরকে এদেশের জনগণ চেনে। একাত্তরের রাজাকার-শাবকদের কথায় এদেশের ক্ষমতা পরিবর্তন হবে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের যৌথ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমেরিকার ভিসা নীতির পরে গতকাল দেখলাম বিএনপি নেতৃত্ব ঔদ্ধত্য দেখাচ্ছে। তোমাদেরকে এদেশের লোকজন চেনে।

তিনি আরও বলেন, আজ যে বিএনপি বড় বড় কথা বলে, বিএনপিকে তৃতীয় গ্রেডের সন্ত্রাসী দল ঘোষণা করেছিল আমেরিকার ফেডারেল কোর্ট। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশকে ব্যর্থ জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল।

বিএনপির সহিংসতার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মার্কিন কোর্টে তাদের সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। কোনো বিদেশি শক্তি এসে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। ভয় দেখিয়ে লাভ নাই। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। নির্বাচনের বিরোধিতা করলে রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে।