‘খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মানুষের মুক্তি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

"খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মানুষের মুক্তি"

"খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মানুষের মুক্তি"

‘খালেদা জিয়ার মুক্তি মানে শুধু তার শারীরিক মুক্তি নয়। এই মুক্তি হলো বাংলাদেশের মানুষের মুক্তি, ভোটাধিকারের মুক্তি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি। এই মুক্তির জন্য আমাদের লড়াই একাকার হয়ে গেছে।’

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বের দাবি শীর্ষক আলোচনা সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগে আমরা জানতাম আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে। এখন তাদের সবচাইতে শক্তিশালী অঙ্গ সংগঠন হচ্ছে বিচারকলীগ। ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু করে উচ্চপর্যায়ের আদালত পর্যন্ত এক শ্রেণীর বিচারক এবং বিচারপতি মিলে বিচারক লীগ করেছে। এরা প্রতি সপ্তাহে সপ্তাহে মামলার তারিখ দেয়। এসব মামলার কোন সাক্ষী নেই। আমাদের প্রত্যেককে কারাগারে ঢুকানোর ষড়যন্ত্র করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পিটার হাস এবং তার সাথে যারা আছে আমাদের দেশের দূতাবাসে তাদের কোন নিরাপত্তা নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এদেশের দূতাবাসে যারা আছে তাদের নিরাপত্তা দরকার।’

বিজ্ঞাপন

এতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম সারোয়ার সরকার প্রমুখ।