অক্টোবর জুড়ে নানা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১ অক্টোবর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ২ মহানগর ও সহযোগী সংগঠনের মধ্যে অনুষ্ঠিত যৌথসভায় এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে আছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা অক্টোবরে কর্মসূচি ঘোষণা করেছি। এটা আমাদের যৌথ প্রয়াস।
ওবায়দুল কাদের ঘোষিত কর্মসূচিগুলো হলো-
৩ অক্টোবর সাভারের আমিন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশ। ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে একটি সুধী সমাবেশের আয়োজন করবে আওয়ামী লীগ।
১০ অক্টোবর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে একটি সমাবেশের আয়োজন করবে আওয়ামী লীগ। ১৩ অক্টোবর কাঁচপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ।
১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে কেন্দ্র করে দোয়া-মাহফিলের আয়োজন ও সকালে বনানী কবরস্থানে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ। ২৩ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শাপলা চত্বরে মহাসমাবেশের আয়োজন।
২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানেও আওয়ামী লীগ আয়োজন করবে মহাসমাবেশের।
এছাড়াও ঢাকায় যুবলীগের নেতৃত্বে একটি মহাসমাবেশের আয়োজন করা হবে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মহিলা কৃষক লীগ ও মহিলা যুবলীগ মিলে আরেকটি সমাবেশের আয়োজন করবে ঢাকায়।
পেশাজীবীদের নিয়ে গণভবনে একটি সমাবেশের আয়োজনের করার কথা জানানো হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতি জেলা ও উপজেলা আওয়ামীলীগকে অক্টোবরে শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজনের নির্দেশনা দেন।