গাইবান্ধা জেলা বিএনপির ৮ নেতাকর্মী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি-জামাতের টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে গাইবান্ধা জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজাসহ আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুর থেকে থেকে রাত ৮ পর্যন্ত জেলার দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজাকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মেরিরহাট এলাকা থেকে আটক করা হয় হয়।

পুলিশের দাবি, তিনি চলমান অবরোধে আন্দোলনের পরিকল্পনা করার জন্য মেরির হাটের একটি মিটিংয়ে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। এছাড়া একই অভিযোগে ফেরার পথে একই এলাকা থেকে বিকেলে আটক করা হয় পলাশবাড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ মন্ডল লেবুকে।

বিজ্ঞাপন

অপরদিকে, দুপুরে একই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় পিকেটিং করার সময় আটক করা হয় পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ (৩৫), বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রায়হান সরকার ছোটন (৩৬) ও বরিশাল ইউনিয়ন যুবদল নেতা আল আমিন (৩৭) কে।

এসব তথ্য নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী।

তিনি বলেন, ‘অবরোধে নাশকতা ও আন্দোলনের পরিকল্পনা করতে মেরিরহাটে একটি মিটিং করার কথা ছিল। কিন্তু পুলিশি তৎপরতায় তা করতে পারেনি। সেখানে যোগ দিতে যাওয়ার পথে জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজাকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এবং সেখান থেকে ফেরার পথে পলাশবাড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ মন্ডল লেবুকে আটক করা হয়।

অন্যদিকে, সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম জানান, রসুলপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাইসহ বিএনপির তিনজনকে আটক করা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, আটকের পরিমাণ আরও বাড়তে পারে।

এর আগে গতকাল অবরোধের প্রথম দিনেও পলাশবাড়ি এই এলাকায় (জুনদহ) ঢাকা-রংপুর মহাসড়কে বিএনপির কর্মী-সমর্থকরা জড়ো হয়ে পিকেটিং করে। পরে খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ বল প্রয়োগ করলে তারা বিচ্ছিন্নভাবে পালিয়ে যায়।

এছাড়া ৩০ অক্টোবর বিকেলে হরতাল চলাকালীন সময়ে গোবিন্দগঞ্জে পিকেটিংয়ের সময় আটক করা জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সাগরকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেয় বিএনপি কর্মীরা। এসময় তারা পুশিককে মারধরও করে।

হরতালের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এছাড়া ঢাকায় পুলিশ হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পলাশবাড়ী খাদ্য গুদামের সামনে থেকে পলাশবাড়ি স্বেচ্ছাসেবকদের আহ্বায়ক শামীম রেজাকে গ্রেফতার করে গাইবান্ধার গোয়েন্দা (ডিবি) পুলিশ।