বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটকের অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন নিয়ে গেছেন বলে দাবি করছে তাঁর পরিবার।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় এলাকায় তাঁর বোনের বাসা থেকে তাকে নিয়ে গেছেন বলে দাবি করেছেন তারা।

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত এ বিষয় নিয়ে কোন মন্তব্য করেনি ডিবি।

এর আগে, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে আটক করা হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। পরের দিন তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ডে দেন ঢাকার একটি আদালত।

বিজ্ঞাপন

এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২৯ অক্টোবর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ ছাড়া গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন কনস্টেবল আমিরুল হককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ৬ দিনের রিমান্ডে রয়েছেন।