তিতুমীর কলেজ ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তিতুমীর কলেজ ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

তিতুমীর কলেজ ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, সোমবার (৬ নভেম্বর ২০২৩) সন্ধ্যার কিছু আগে মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলাম বাসা থেকে বের হয়। সন্ধ্যার আগে বা পরে কোনো এক সময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দু’জনকেই তুলে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর ১২ নম্বরের ২ নম্বর এভিনিউর সি ব্লকের ৬ নম্বর বাসায় নিয়ে যায় তাদের একজনকে। পুনরায় রাত ৪টার দিকে তাদের মিরপুর ১২ নম্বরের ওই একই বাসায় নিয়ে যায় দু’জনকেই। বাসায় নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপি’র ডাকা মহাসমাবেশে যেতে যে পোশাক তারা পরিধান করেছে সেগুলো এবং সেদিন পরিহিত তাদের দু’জনের জুতা সংগ্রহ করে, সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সকল গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। এসময় বাসায় থাকা অপর ব্যক্তি (ওদের মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ।