বুধবার কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-পুলিশের গুলিতে বিএনপি নেতা হত্যার অভিযোগ তুলে বুধবার (০৮ নভেম্বর) কক্সবাজারে হরতাল ডেকেছে বিএনপি।

কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড. হাসান ছিদ্দিকী বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক জাগির হোসন ০৫ নভেম্বর পাইন্যাশিয়া গ্রামে বিএনপির নেতা-কর্মী গ্রেফতারে অভিযানে র‍্যাব, পুলিশ ও সরকারি দলের ক্যাডারদের এলোপাতাড়ি গুলিবর্ষণে গুরুতর আহত হয়ে মঙ্গলবার (০৭ নভেম্বর) মারা গেছে। এ কারণে কক্সবাজার জেলা বিএনপি বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।’

বিএনপি নেতা হত্যার অভিযোগ তুলে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী শোক জানিয়ে বলপন, ‘সরকারি বাহিনী এবং তাদের ক্যাডাররা আমাদের নেতাকর্মীদের ধরপাকড় করছে, হত্যা করছে। আমরা হরতাল-অবরোধ পালনে মাঠে থাকবো। তাদেরকে প্রশাসন ছাড়া মাঠে নামতে বলেন।’

বিজ্ঞাপন

তবে বিএনপি নেতা হত্যার বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।